কবিতা লিখে ফেলি... (I Scribble a poem...)
দেখিনি কোনোদিন, তবুও বেসেছিলাম ভাল,
কথা হয়নি কোনোদিন, তবুও যেন শুনতে পেতাম তোর ভাষা,
জানিনা কবে থেকে তোর জন্য তুলেছিলাম হাতে তুলি,
এখনো মাঝে মাঝে, তোর...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি....
তোর সূরে সুর মেলাতে বলেছি নরম মিথ্যে,
দূর থেকে শুধু বোঝার বৃথা চেষ্টা করেছি,
নেশা কাটেনি তোর, তাই মাঝে মাঝে এখনো নিজেকে ভুলি,
এখনো মাঝে মাঝে, তোর...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি...
বেশ,
বলেছিস তুই দূরে যেতে...
সত্যিই তো, চাঁদের মাটি ছুঁতে কি বামন রা পারে ?
সবার বাগানে যদি ফুল ফোটে, তাহলে কাঁটা ফুটবে কার বাড়ি ?
তাই থাকি, নগন্যতা নিয়ে, মেঠো গন্ধে ভরে...
কিন্তু মনে পড়ে, তোর কাটা আঁচড় গুলো,
রক্তখলন দিয়ে মনে করাই আবার...সেই দিন গুলি,
তাই তো, মাঝে মাঝে এখনো,
তোর জন্য...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি...
... .... .... .... .... .... .... .... .... .... ....
~পাগলা😊
©sohams8
Nice vai... Keep writing.....
ReplyDeletethanks Samim
Delete