আজেবাজে চিন্তা ! ...(Stupid Thoughts)
দিব্য দিশায় তাকিয়ে থেকে মনের কাউকে পাইনি,
জ্যোৎস্না রাতে হারিয়ে যাবো, নিজেও কখনো চাইনি...
মাটির সঙ্গে মিশে গিয়ে, মেঠো গন্ধে ভরেছি,
চতুর্দিকে, বক্ষ মাঝে,
শুধু ভালোবাসা কে খুঁজেছি ।।
জ্যোৎস্না রাতে হারিয়ে যাবো, নিজেও কখনো চাইনি...
মাটির সঙ্গে মিশে গিয়ে, মেঠো গন্ধে ভরেছি,
চতুর্দিকে, বক্ষ মাঝে,
শুধু ভালোবাসা কে খুঁজেছি ।।
আঘাত নয় অনেক পেয়েছি, বিশ্বাস নামক ডানায়,
তবুও উঁচুতে উড়তে চাই বললে,
কেমন বোকার মতো সোনায়...
হ্যাঁ, বোকাই ছিলাম, বোকাই আছি, বোকাই হয়তো থাকবো,
বিনা ডানায়, রক্ত মেখে, হয়তো একদিন কাতরে পরে থাকবো...।।
তবুও উঁচুতে উড়তে চাই বললে,
কেমন বোকার মতো সোনায়...
হ্যাঁ, বোকাই ছিলাম, বোকাই আছি, বোকাই হয়তো থাকবো,
বিনা ডানায়, রক্ত মেখে, হয়তো একদিন কাতরে পরে থাকবো...।।
তবুও আশা মনে, চাতকের মতো চাইবো,
আর কিছু বা নাই পারি,
ভালোবাসার গান গাইবো...
আর কিছু বা নাই পারি,
ভালোবাসার গান গাইবো...
প্রেমের মত পথ কোথায়, প্রেমিকের মত পথিক কোথায়,
স্বার্থ ধুলোয়, অহং ধুলোয়,
মিলন যেন মিলিয়ে যাবে, এক হলো সব অনেক গুলোয়...
ভালোবাসা তো তারেই বলে,
যে আপন করে নগ্ন মনে, নগ্নতাকে...
স্বার্থ ধুলোয়, অহং ধুলোয়,
মিলন যেন মিলিয়ে যাবে, এক হলো সব অনেক গুলোয়...
ভালোবাসা তো তারেই বলে,
যে আপন করে নগ্ন মনে, নগ্নতাকে...
রেখার মতো অসীম সেতো,
কণার থেকেও ছোট,
জগতের চেয়েও বৃহৎ সেতো,
চূড়ান্ত আলোকিত ....।।
কণার থেকেও ছোট,
জগতের চেয়েও বৃহৎ সেতো,
চূড়ান্ত আলোকিত ....।।
~পাগলা
©sohams8
©sohams8
Comments
Post a Comment
Feel free to give any feedbacks...