আসছে, পুজো আসছে ! (PUJO Is coming !!!)


লাল আকাশে, সবুজ ঘাসে,
পুজোর মাসে, আমার পাশে...
গঙ্গা পারে, শঙ্খধ্বনি,
ওই দেখো যে, নৌকো ছোটে...
ডাক পাখি যে, ডাকছে শোনো,
পেখম মেলে, ময়ূর যেন,
উদজ্জাপনের ভাষায় জ্বালায়,
উদ্ভোধনী আলোয় রাঙায়,
আর মেঘেরই চতুর্ভুজে,
কাশ ফুলেরই গন্ধে মজে,
বসে আমি ভোরবেলা তেই...
-"হ্যাঁ! তাইতো",
তবেই বটে তো বাঙালিয়ানা,
বসে থাকি মায়ের আশায়,
কখন পড়বে ঢাকে কাঠি,
রঙিন হবে এই বাংলার মাটি ।।
আর, নাইকো অপেক্ষার সুর,
এবার তো বাজবে গান,
"জাগো, তুমি জাগো, হে প্রাণ!",
-"আহা!" ঐতো, ভেসে আসে মহালয়ার সুর,
শোনা যায় দুগ্গা মায়ের, সেই রূপর নুপুর ।।
সেই বির গাথা,
সেই অশুর বোধ করার কথা,
সেই আলোয় - আলোয় ভরে যাওয়ার গল্প,
সেই নিভৃত প্রাণ হয়ে যাওয়ার সংকল্প ।।
মা গো ,
ভরে দাও এই জগতে আলো,
কাটাও অরাজগতা,
কাটাও হীনতা,
মা !,
তুমিইই বির্যবতী,
তুমিইই দিবা - যামিনী,
আবার তুমিইই, সৰ্বরূপধারিণী,
মা তুমিইই, যে আমাদের,
মহিশাশুরমর্দিনী !
                             ~পাগলা !

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা