কি সেই জিনিস ?
পারতো কি আকাশ - পাতাল এক হতে কখনো ?
পারতো কি ধোঁয়া ভরা আকাশে, উড়ে বেড়াতে কেউ ?
পারতো কি কাট - ফাটা রোদ্দুরে, ঘাম ঝরিয়ে কাজ করতে তারা ?
থাকতে পারতো কি না খেয়ে দেয়ে বসে শুধু তার কথা ভাবতে ?
শত কষ্টের পরেও, নির্জলা উপবাসেও, পারতো কি সে,
বিষ পান করে নিতে, হাঁসি মুখে ?
কে জানে, হয়তো বেঁধে রেখেছিল কোনো কিছু,
সর্বশক্তিশালী কিছু,
অবিনাশী কিছু,
অসীম কিছু ।।
তবুও কি মর্যাদা পায় সেইটা ?
আচ্ছা, আদৌ কি কোনো মর্যাদা কাম্য ?
কাম্য কি করতালি ? বা হয়তো উপহাস,
আসলে,
কোনো অসীম এর কেই বা মর্যাদা দেবে,
কেই বা দেবে ফিরিয়ে...
দেয়ে যারা, তারাই জানে,
যে দেওয়ার কি যে মজা,
হয়ে মনে যেন সবই দিই উড়িয়ে,
কিন্তু কখনো কোনো কিছুই লাগেনা যে,
এই বুঝি গেল ফুরিয়ে...
সে এক কি যে জিনিস,
যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো,
বাহ ! বেশ তো তাহলে,
একটু করে কুড়িও, আর একটু করে বিলিও !
আর যদি না কুড়োতে পারো, বুক টা চিরে দেখো,
উথলে পড়বে দেখবে, যত্ন করে রেখো !
আর হ্যাঁ,
কড়া নাড়লে কেউ,
একটু সাড়া দিও,
খুলে হয়তো দেখবে আলো,
জড়িয়ে ধরে নিও !
~পাগলা😊
Comments
Post a Comment
Feel free to give any feedbacks...