ধোঁয়া



তুই কি শুকনো গাছ
নাকি জলাশয়
তুই কি রসালো আম
নাকি ঘন কালো পাথর
তুই কি কীট
নাকি বাজপাখি
জানিনা,
তুই কি নক্ষত্র 
নাকি নাড়ি ।

তুই কি বিন্দু
নাকি আকাশ-গঙ্গা
তুই কি আমার 
নাকি আমি তোর ?
তোর পলক ভেজা জল যেন গঙ্গারও উর্ধে
তোর অসীম প্রেম কি আমার জন্য নয় ?
আচ্ছা,
তুই কি মন্দির ?
নাকি নিজেই ঈশ্বর ?


~SS




Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা