আলাদা (Different)

হিংসার পারদ আকাশ ছুঁয়েছে,
'আমাদের' গুলো 'আমার' হয়েছে,
আলোকিত সত্য, কালকিত হয়েছে,
ঘৃণার ধুলোয় চশমার কাঁচ ঢেকে গিয়েছে...
...রোদ...
কালও ওঠেনি, আজও উঠবেনা...!

উঠবে তো প্রশ্ন,
অযোধ্যায়,আলিগড়ে,আর মানুষের মনে,
রাম কে কি উঁচু তে বসানো হবে, না পাঠানো হবে কোনে !?
সত্য, ধর্মের কথা... আদৌ কি কেউ শোনে ?
কেউ করে আজান, আবার কেউ বা গাজন,
বলি ভালবাসার নাম করেই বা কজন ?
কজনই বা বোঝে যে,
ধর্ম দিয়ে শুধু আগুন জ্বালানো নয়,
ফুলও ফোটানো যায়...
ধর্ম দিয়ে আলাদা নয়,
একও হওয়া যায়...!

এদিকে জ্বলছে মন, ওদিকে দেশ,
কাটছে দিন, শুধু কাটছে না সেই আগুনের রেশ,
বুঝবে যে কখন, বুঝবে যে কজন...কে জানে...

চোখের সামনে যাকে দেখো নিম্ন, জোচ্চোর, কৃপণ,
চোখে বুঝলেই দেখবে সে তোমার বড়ই আপন...
।।।                                                               ।।।
                                             ~পাগলা😊
©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা