ভালোই আছি...
শুরু করেছিলাম পথ হাঁটা,
অসীম ছোঁয়ার ইচ্ছে নিয়ে,
নেশাগ্রস্থ প্রাণীর মত,
বাস্তবতা চুলোয় দিয়ে...
মনে মনে তো কথা বলি,
তার সুরে তে এখনো বাঁচি,
শুধু...
তির টা গেছে বুকটা চিরে,
নাহলে,
এমনি আমি ভালোই আছি...
শুধু মেঘের কালো ঘনিয়ে গেছে,
তবুও আঁধারে আলো খুঁজতে আছি,
সাত জন্ম পথ পেরোবো কই,
এখনো শূন্য তেই আটকে আছি...
মিথ্যে সত্যি টা এখনো জ্বালিয়ে রাখি,
কখনো নিজেই নিজের কাছে মিথ্যুক সাজি,
আসলে, শুধু...
তির টাই গেছে বুক চিরে,
নাহলে,
এমনিতে আমি ভালোই আছি...
~পাগলা😊
©sohams8
Wow
ReplyDelete