বড্ড ভালোবাসি !

ছবিতেই ছিল প্রথম দেখা,
আপাতত ওখানেই,
প্রথম ঝলকেই আগুনের ছোঁয়া,
থমকে গেলাম সেখানেই ।।

ভয়-ভয় তেই কথার শুরু,
ভয়ভীত সেই পথের চলা,
তারপর থেকেই নিয়মিত,
এই আমাদের কথা বলা...।।

তারপর, ওই...
একটু আধটু মনের কথা,
হৃদয়ের সব আলাপ খবর,
বললাম যত জমিয়ে ছিলাম,
খুললাম আমার দুঃখ-গাথা ...।।

শুধু আমিই নয়,
তুইও বললি কষ্ট-বিলাপ,
মন যেন তোর কালো গোলাপ,
বিষ পানে সে হয়েছে বিকল,
একদিন...
ভাঙবো রে তোর মনের শিকল... ।।

নিয়ে যাবো সেই দূর পাহাড়ে,
নদীর ঘাটে, গঙ্গা পারে,
উড়বি রে তুই মহাকাশে,
থাকবে না আর রং ফেকাশে !

আমি না....এত্তো আলো ভরবো মনে,
জলবি রে তুই সর্বক্ষণই,
দুঃখের পাঠ যাইবে চুকে,
থৈ-থৈ হবে জীবন সুখে...।।

এখনো অনেক কথাই বাকি,
দপ-দপ করে মন-জোনাকি...
কখনো হাঁসিস, আবার কখনো যাস যে রেগে,
বুঝি তো,
কষ্ট হয় তোর...চিন্তা নেই,
ওসব কিছুই থাকবেনা আর,
যখন...
ধরবো তোর হাত টা চেপে...!

রাজি আমি,
তোর গানে সুর মেলাতে,
হ্যাঁ তো,
আড্ডা মারবো, গিলবো - কূটবো,
ল‍্যাধ ও খাবো, আবার ঘুরতেও যাবো !

কিরে !?
থাকবি তো তুই,
বাঁধবী তো গান আমার সাথে ?
সেই আশায় তো বসে থাকি,
কারণ,
তোকে যে বড্ড ভালোবাসি !!!
                                        ~পাগলা
©sohams8

Comments

Post a Comment

Feel free to give any feedbacks...

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল