নিঃসঙ্গতা...

কে থাকে ?
থাকে কে ?

কে ডাকে ?
ডাকে কে ?

কেউ কি রাখে ?
কেউ কি ভাবে ?
আমি তো ভাবি,
কিন্ত কেউ কি ভাবে ?
-কি জানি ?
কিন্তু হ্যাঁ,
আমি তো ভাবি,
মনের মধ্যে,
আমার পাশে,
নীল আকাশে,
সূর্য-চাঁদে,
সে তো হাঁসে...,
আরে...
সে তো আসে,
থাকে তো,
বসেও,
আবার মনের মধ্যে আঁচড় কেটেও,
উড়ে যায়....!

আবার কখনো,
হাত ধরে,
মেঠো পথ ধরে,
গোধূলির আলো মেখে,
চলে যায়...!
আমার সঙ্গে...

বাকিদের সঙ্গে ফারাক কিছু নেই,
শুধু,
ওই, কল্পনা তেই,
আমি সীমাবদ্ধ,
ওখানেই, আমি স্তব্ধ...

হটাৎ দখি, ওসব কোথায়,
আমি তো শুয়ে,
একলা একা,
আর বাকি সব,
লাগছে ফাঁকা...!

সেই তো,
গেল তো সবাইই,
রয়ে গেল বলতে একজনই,
আমার প্রিয়,
নিঃসঙ্গতা.... ।।
                                  

                             ~পাগলা😊
©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

Maybe the other day

খুব ঘামছি আজকাল