মন গড়া সপ্ন (In a Dream...)

মন গড়া সপ্ন
কথা হতে হতে,
যেতাম কোথাও, হারিয়ে যেন,
তার মৃয়দঙ্গসুরে...
ভরিত, ভাসিত মন...।
হ্যাঁ, হতাম বটে,
মোহিত....
ছিলাম বটে,
প্রেমিহৃদয়সীল,
এখনো আছি...
কিন্তু তফাৎ একটাই,
তার মৃদঙ্গর, সুর...
আর বাজে না,
আর আসে না আমার কানে,
হয়তো ইচ্ছে করেই,
সে বাজায়ে না আর...
কি জানি,
হয়তো শোনাতে চায় না আর...
হয়তো ভুলে গেছে,
বা হয়তো,
মৃত... আমি তার কাছে !
জানি না,
কেন ঢেকেছে আমাকে এই অজ্ঞতার ছায়ায়...
কেন রেখেছে আমাকে সেই অফুরন্ত মায়ায়...
মেখেছে কেন এই অদৃশ্যের কালি,
হয়েছে সব,
সেগুড়ে বালি ...!
কিন্তু আমি তো আশা ছাড়িনি,
সকাল - সন্ধ্যা জাই তো,
তার সেই মৃদঙ্গসুরের খোঁজে,
পাইনা হয়তো,
ভেসে আসেনা যে তার সুর....
আর....
কিন্তু আবার পাইও,
সুনিও তো, সেই সুরে মোহিত হয়ে ধরি,
তারস্বরে হৃদয়ের গান...।
রাখি তো রে, তোকে এখনো,
বুকের কোনে যত্নে,
কিন্তু কেন জানি না লোকে বলে,
কিছুই নয় সত্যি,
সবই...
মন গড়া স্বপ্নে !
মন গড়া স্বপ্নে !
                                   ~পাগলা
©sohams8

Comments

Post a Comment

Feel free to give any feedbacks...

Popular posts from this blog

অট্টহাস্য

কথোপকথন

খুব ঘামছি আজকাল