হয়তো অন্য কিছুই (May be anything else...)

জানি না কি ভাবে দেখিস...
আমাকে তুই,
জানি না কি চাস,
বলিস তো ইচ্ছে নেই প্রেমের,
জানি না কেন আঁতকে উঠি মাঝে - মাঝে,
কথার ফাঁকে !
হয়তো, বুঝি যে তুই,
লোকাচ্ছিস কিছু,
দিচ্ছিস কিছু...
ফাঁকি,
তুই নাই থাকতে পারিস,
কিন্তু আমি সবসময়ই রাজি,
রাজি... তোকে হিসেব দিতে,
রাজি... তোকে সময় দিতে,
রাজি... তোকে জীবন দিতে ।।
আছে তো তোর,
প্রিয় - বন্ধু, ঐটা কেড়ে নিতে চাইনা,
প্রেমিক, ঐটাও হতে চাইনা,
জীবন, ঐটাও হতে পারবোনা, হয়তো,
কি জানি,
হয়তো অন্য কিছু,
হয়েই থাকবো আমি,
আসলে,
নইতো রে অন্তর্যামী, তাই সবই তো আর বলতে পারিনা,
কিন্তু হ্যাঁ,
দেখিস, 
থাকবো, পাশে, সুখে - দুঃখে,
থাকবো, রাগে - অভিমানে,
থাকবো, শরীরে - খারাপে,
হ্যাঁ,
এত থেকেও হয়তো, প্রেমিক হতে পারবোনা,
হবো হয়তো...
কিন্তু সেই ,
অন্য কিছু...
অন্য কিছুই ।।
                                             ~পাগলা
©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল