Posts

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8

ক্ষত

দুঃখ দিয়ে ভাঙবো সব, দুঃখ দিয়েই ভাঙবো সব, কষ্ট গুলো ফিরিয়ে নেব... তোকে শুধু 'হাঁসি' টুকু দেব । না... চোখ দিয়ে আর জল পড়েনা, যখন দেখি তোকে অন্যের ঘরে, দুঃখ যেসব থিতিয়ে গেছে, শুধু... জলের মতন মন টা পড়ে । এখনো সেই বাস্তবের মাঝে- দেখে ফেলি অনেকটা সপ্ন, আবার এখনো সেই স্বপ্নের মাঝে- এক ফোঁটা বাস্তব খুঁজি... দেখি তোকে আমার পাশে, আবার ছুঁতে চাই... ঠিক একটা পাগলের মত। আমার কিছুই ফুরায়নি শুধু সব দুঃখ যত, মনহয়না কিছুই...শুধু জমেছে... ক্ষতর পর ক্ষত... ক্ষতর পর ক্ষত ।।   ~পাগলা ©sohams8.

The Mirror !

Stupid I was, thinking whom to smile to... Stupid I was, thinking whom to walk up to... Stupid I was, thinking whom to Love to... All, but something was clear to me until I walked upon...The Mirror ! Foolish I was, thinking of correcting others, Foolish I was, thinking what others had thought, Yes...so foolish I was... thinking to take revenge of the injustice to me... Yes...All but something was clear to me until I walked upon...The Mirror !                                               ~পাগলা😊 ©sohams8

জন্ম-মৃত্যু

আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8

Oh let The Lord

Oh let The God forgive me, Forgive me for not praising you, Forgive me for not blaming you for the catastrophe, Forgive me for not treating you as you should be, Oh let, please let The God forgive me... Forgive me... Oh let the The Lord pardon me, Pardon me for praising you, praising you how less that you shouldn't be, Pardon me for blaming you for the mediocrities, Pardon me for treating you as I think you should be... Oh let, please let the The Lord pardon me, Pardon me... For you, I don't know how much you should be treated... Forgive me, for the mediocrity to weigh you... Pardon me, for the audacity to judge you... For you, your vastness can never be weighed, Your beauty can never be judged... Only be felt... Smelled... Felt by Heart... Felt by Everything...                                   ...

ভালবেসেছি...

পূর্ণিমার চাঁদ কে ভালবেসেছো ? আমি তো অমাবস্যা কে ভালবেসেছি... প্রেমে অভেদ্য হয়ে থেকেছো ? আমি তো বিঁধতে দিয়েছি নিজেকে... 'আত্ম'-সম্মান বজায় রেখেছো ? আমি তো তাকে বজায় রেখেছি... ভালব...

আভ্যন্তরীণ ভালবাসা

এত কঠিন ভালবেসোনা আমায়, যাতে অভিধান খুলে দেখতে হয়... এত আলো জ্বেলোনা মনে যাতে, অমাবস্যা ভুলতে হয়... এই পৃথিবীর বক্ষ মাঝে, যখন ঘৃনা উঠলো সেজে, মিথ্যে মাখা গরম জলে, যখন লোকে বৃষ্টি ভেজে... ... সবার লাগতো বৃষ্টি ভাল, রক্তে মাখা, বেশ জোড়ালো, যদিও পরন তাদের হালকা হাঁসি, সঙ্গে অহং একটু বাসি, বাইরে থেকে ঝকঝকে যে, হাব-ভাব ঠিক রানির মতন কিন্তু অধোবাস ছিলো শুধুই ঘৃনা, আর সামনে ছিলো মিথ্যে       যতন... নিয়ম ভাঙাই নিয়ম ছিল, ভরসা করা দায় ছিল, নোংরামুখো খেঁকশিয়ালদের, জুড়ি মেলা ভার ছিল... ... তারপর ছিল তোমার দেখা, মুচকি হাঁসি, আলোয় মাখা... যদিও তোমার পরন সবার সরল, কথাটি তোমার বড্ডো বাঁকা... বোঝার মতন নয় সেতো সে, সোনার মত নয়, বটে দেখার মতো হয় সেতো সে, মাখার মত হয় ।। রঙিন চশমা, যুগের হাওয়ায় যখন সবাই মজে, মোহ-গঙ্গায় যখন সবাই রঙিন রঙে সেজে... তোমার নীরস একঘেঁয়েমির জুড়ি মেলা ভার, ধুর...খেয়াল রাখা, পাশে থাকা ভাল লাগতো না আর... চেয়েছিলাম বটে রঙিন চশমা আমিও সে একদিন, পরে দেখলাম সাদা চসমাই বেজায় আভ্যন্তরীণ... তাই তো বলি, বড় কঠিন ভালবাসো তুমি আমায়,...

চল মিষ্টি সেই সেখানে...

চল মিষ্টি সেই সেখানে, আকাশ-পাতাল যায় মিশে যেখানে, যেখানে রামধনুও মেশে মাটিতে, পৌঁছে যাব ঠিক... হাঁটিতে-হাঁটিতে... চল মিষ্টি তাদের দেশে, যাদের মনের মধ্যে সাদা আছে, আর মাটির মধ্য...

অন্য চোখে দেখো...

কখনো জানলার আড়ালে থেকে দেখো... কখনো শুধু, শুধুই কবি হয়ে দেখো... কখনো আদর টা যত্ন করে রেখো, শুধু তার জন্যে... কখনো হাওয়ায় ছবি এঁকে দেখো... কখনো শুধু, শুধুই ভাল চেয়ে দেখো... কখনো নীরবে ভা...

How Could I ?

How can, what all I had thought, be mine? How could all the air blow towards me, all the time? How can the sun shine only towards me? How could, the raindrops be only felt by me? And how could I, catch a glimpse of her, walking by? Or standing beside me, wanting me to hold her hand... How could I? How could I ever make her smile? Or how could I ever make her cry, for only just I could wipe her tears... How could I even tell her, "You, you are beautiful!", How could I even stand by her side, How could I ever ask, "Hey, you cry? Why? Come to me, come"... How could I ever turn her insecurities in positivities, Or ever could I make her understood, what eternity was... Or if I could say her that, "You're mine !"... Then suddenly I got to know, Neither the air that blew, nor the sun that shone, nor the raindrops left that fell were mine... Yes, they were meant for the divine... Just like you... So, how could I...? How could I think you...

চাইনা হতে...

জীবনে কঠিন নয়, সহজ হতে চাই... জীবনে পাহাড় নয়, সাগর হতে চাই... জীবনে দুঃখ নয়, আদর হতে চাই... জীবনে আগুন নয়, জল হতে চাই... চাইনা যেতে সবার উপরে, চাই থাকতে সবার নিচে, চাই হতে সেই মাঠের ধূলো, চাই মাটির সঙ্গে মিশে যেতে... চাইনা আমি আমার হতে, চাই আমি তোমার হতে, চাই আমি সবার হতে...।। চাইনা আমি রাম-সীতা কে, চাইনা আমি অহং, চাই যে শুধু সূর্য-চন্দ্র, চাই যে আমি তারা... চাইনি আমি হতে তির, চাইনি হতে ভক্ত, চাইনা লোকের অশ্রু ঝরুক, চাইনা ঝরুক রক্ত ।। চাইনা আমি বাস্তবতা, চাইনা কোনো হিসেব, চাই যে আমি অবাস্তবের...সঙ্গে যেতে মিশে, চাইনা হতে অসৎ প্রেমিক, চাইনা হতে ঋণী, চাই যে হতে ভালবাসা, হতে চাই প্রেমিক নামক ধনী... ।। ~পাগলা

আলাদা (Different)

হিংসার পারদ আকাশ ছুঁয়েছে, 'আমাদের' গুলো 'আমার' হয়েছে, আলোকিত সত্য, কালকিত হয়েছে, ঘৃণার ধুলোয় চশমার কাঁচ ঢেকে গিয়েছে... ...রোদ... কালও ওঠেনি, আজও উঠবেনা...! উঠবে তো প্রশ্ন, অযোধ্যায়,আলি...

ভালোই আছি...

শুরু করেছিলাম পথ হাঁটা, অসীম ছোঁয়ার ইচ্ছে নিয়ে, নেশাগ্রস্থ প্রাণীর মত, বাস্তবতা চুলোয় দিয়ে... মনে মনে তো কথা বলি, তার সুরে তে এখনো বাঁচি, শুধু... তির টা গেছে বুকটা চিরে, নাহলে, এম...

ভুলে গেলি আমি কই ?

দেখতে বলতাম তোকে যেই চাঁদ টাকে, এখনো ঠিক আগের মত ঝলমল করে ওঠে পূর্ণিমায়, আগের মতো সেই নির্বিকার আছে জানিস...! চিনতে পারে আমাকে এখনো, আজও আমায় দেখে হাসলো... ভুলে গেলি ? আরে বলতাম ন...

কবিতা লিখে ফেলি... (I Scribble a poem...)

দেখিনি কোনোদিন, তবুও বেসেছিলাম ভাল, কথা হয়নি কোনোদিন, তবুও যেন শুনতে পেতাম তোর ভাষা, জানিনা কবে থেকে তোর জন্য তুলেছিলাম হাতে তুলি, এখনো মাঝে মাঝে, তোর...শুধু তোর জন্য কবিতা লি...