কেননা, কাল রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি তোমায় খুঁজতে চাই, তবে একদম নেই সময় তাই তুমি তাড়াতাড়ি, চলে এস বাড়ি, আর কোরো না দেরি... কেননা, মেয়েদের বাড়ির বাইরে বেশি ঘোরা, ঘোর অন্যায়। হ্যাঁ, এটাই বলেছে শাস্ত্রে, বলতেন আমার পিসির বিধবা শাশুড়ি, ওনার বছর ষলোয় গত হোন স্বামী, তারপর থেকে তার সাদা শাড়ি আর ফলাহারই দামি তাও জানিনা কি করে তার চারটে সন্তান, দুটি সন্ততি শুনেছি পরিবারে খুবই অশান্তি, যদিও সেই বৃদ্ধা শেষ বয়স অব্দি ছিলেন ঠাকুরের চরণে, তাই সবাই বলে তার জীবন স্বার্থক। এগুলো দেখলে আমার খালি মনেহয়, মানুষ কে ভগবান সৃষ্টি করেনি, অন্য কেউ করেছে কেননা এতো খুব কাঁচা হাতের কাজ, নাহলে এরম সাংঘাতিক ভুল হয় কি করে? তবে হ্যাঁ, ধর্ম মানুষেরই সৃষ্টি... কেননা, ম্যানিফেস্টো লেখা মানুষের ছোটবেলার স্বভাব, আর না-পাওয়ার স্বপ্নে ইজিবিজি কাটা। তবে হ্যাঁ শোনো, তুমি চলে এসো বাড়ি, তাড়াতাড়ি দেরি কোরো না কেননা, এই সমাজটা সেই বানিয়েছে যে মানুষ গড়েছে,