শূন্য

যদি আমার বুকটা এখন চিরে দেখো
ভেতরে শুধু খুঁজে পাবে শূন্যতা
অমাবস্যার মত কালো - অন্ধকার,
আলো জ্বালাবার দরকার নেই
আমাকে দেখতে পাবেনা, শূন্যে হারিয়ে গেছি আমি
কিংবা
আমিই শূন্য হয়ে গেছি।
আমি তুলনাহীন,
এই ব্রহ্মাণ্ডে কিস্যু নেই যার তুলনা আমি,
আছে বৈকি শূন্যতা।
তবে,
শূন্য-ও কিন্ত শূন্য,
আমি তাও নয়।
আমি কিস্যু না,
আমার কোনো তুলনা হয়না।
~আমি
.….............................
১৫.০৪.২২

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা