আমার খুব কষ্ট হচ্ছে জানো...

আমার খুব কষ্ট হচ্ছে জানো, 
পিঞ্জর ভরে গেছে কালোয়
থুতনিটা মাটিতে ঠেকে গেছে
খুব, খুব কষ্ট হচ্ছে জানো।

তুমি কি আমায় শেষ করে দিচ্ছ?
আমি জানি, নেই লাভ লিখে এই কবিতা; 
সেই কালো রক্তের সমুদ্র দিয়ে চলে যেতে হবে হেঁটে, 
উপায় নেই সাঁতরানোর, কারণ সাঁতার জানোনা তুমি  - 
দোষ তো কোনো নেই তোমার!
এই পৃথিবী বা তার চেয়েও বড় কোনো পুকুরকে হেঁটে পার করে দিতে পারি আমি, 
আমারই মত আরো অনেক জন্তু আছে হয়তো,
হয়তো না...আছে,
মাঝে মধ্যে আমি পুকুরের তলায় ডুবে-ডুবে তাদের লাশ দেখেছি, তবে চিনতে পারিনি, আসলে চেনার চেষ্টাও করিনি।
আমি মিথ্যে বললাম,
আমি সাঁতরাতে পারি, একাই সাঁতরাই...
কেননা শুধু তুমি না, 
অনেকেই সাঁতার কাটতে পারেনা।
আমার না খুব কষ্ট হচ্ছিল জানো,
ও না না, শুধু আমিই জানি!

~সোহম
১২.০৫.২২







Comments

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল