Posts

কিছু কথা

আজ তোমাকে কিছু কথা বলতে চাই দাঁড়িয়ে সেই নির্জন দ্বীপের পারে যাতে লজ্জায় দিতে পারি ডুব ওই গভীর অসীম সাগর মাঝে। "আজ আমার আর জোর নেই হেরে গিয়েছি তোমার কাছে জানো আমার কান্না পেয়েছে অনেক কাঁদবে কি তুমি আমার সাথে?" ~পাগলা @sohams8

খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে  আটকে থেকে যায় কবিতাগুলো বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা,  পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে  তাই জরুরি তোমার আমার নগ্নতা, আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি, জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা জরুরি বিচারহীন নীরবতা, জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি। ~পাগলা

একটা ঝড় উঠুক

আমি চাই একটা ঝড় উঠুক ধুয়ে-মুছে দিক সমস্ত নিয়ম বাঁধন গুলো ভেঙে যাক তৎক্ষণাৎ থেকে যাক যা কিছু অক্ষয়-অবিনাশ... তুলে নিয়ে যাক আদিমের গোঁড়ামি ছুঁড়ে ফেলুক একের পর এক অতিমারী ভাত গুলো উড়ে যাক গরিবের থালায় মানুষ আবার পথ ফিরে পাক, আন্দোলনের ছায়ায়। বাঘ গুলো জাল ফুঁড়ে দিক চিড়িয়াখানার প্রত্যেকটা মানুষ নিজের না লেখা প্রেম-পত্র গুলো লিখে ফেলুক, অস্ত যাক রাজার সূর্য, ফিরে আসুক আবার...প্রজাদের হাতে গড়া সেই টিমটিমে তারা ভরা আকাশ। আবার শান্ত আকাশে কালো মেঘ গুলো জড়ো হোক, চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে সবাই গন্ধ পাক...আগাম ঝড়ের, সব্বাই নেমে আসুক রাস্তায়, সেই ঝড়ের কামনায়,  আমি চাই, আমি শুধু চাই একটা ঝড় উঠুক! ~পাগলা ১৪.০৫.২১

নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু। শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে দিবাকালেও ঘোর অন্ধকার  জিভটাও কেটে নিয়েছে ওরা পাছে করে ফেলি তারস্বরে চিৎকার? আবার কি আসবে ভোর? মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে? আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে? আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো? ~পাগলা @sohams8 ০৯.০৪.২১

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

ভয়ের কীর্তন

মানুষ কাছে আসেনা... ভয় পায়, ভয়ের আকাশে ছবি আঁকে বালির সাগরে ডুবতে চায়। মানুষ আয়নায় দেখেনা নগ্ন নিজেকে ভয় পায় গায়ে মিথ্যের খোলস জড়িয়ে থাকে খোলস ছাড়াতে ভয় পায়। মানুষ ডানা মেলতে ভয় পায় কারোর বুকের উষ্ণতা অনুভব করতে ভয় পায়, অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কেননা মানুষ... নিজেকেও বিশ্বাস করতে ভয় পায়। ~পাগলা

A Hazy song

What's our fate? What's our destiny? Is it just a mirage in itself... Or a mutiny ? Is life an epidemic? Are your wounds healed ? Aren't you burning like me ? Have you... Have you ever lived ? Is life a paradox? Or, is it a living being in itself? Have you found the answer? Maybe you have...unaware of it, wandering for more,  Or maybe the path is the answer... Have you ever been loved,  the way you want? Or have you ever loved someone, just the way they are? Does the former really matters? The latter surely does. ~SS

আজকে

আজকে কোনো পংক্তি নেই আমার কলমে মাথার ভেতর শুধু জঞ্জাল সমাজের জটে আটকে আছি আমি কাটিয়ে উঠে নোংরার মায়াজাল। আজকে অনেক ভিড় ছিল জানো তবুও আমি ছিলাম একা  বলার কথা ছিল অনেক তবুও বুকের ভেতরটা ছিল ফাঁকা। আজকে কোনো কবিতা শোনাবোনা ধরবোনা কোনো ভুল-ত্রুটি আজকে আমি ছেড়ে দিলাম আজকে...আজকে আমার ছুটি। ~পাগলা

আলোর ছবিটা আঁকতে

মৃত তোমাকে বয়ে বেড়ায়নি আমি দিয়েছিলাম প্রাণ, আলো করে ছিল তুমি আমার পংক্তির মাঝে। তুমি জীবিত আমাকেও মৃত করেছ নিজের কক্ষে, মরা আমিকেও বার বার মেরেছো, কিঞ্চিৎ রেহাই দাওনি। দোষ কি তোমার?: বারবার ফিনিক্স টাকে খুন করা! নাকি আমার?: নুড়ি কে মুক্ত ভাবা! পারতেনা কি তুমি আকাশটাকে জড়িয়ে ধরতে? আকাশটাকে আকাশের মত করে দেখতে? যেরম আমি অন্ধকারে আলো জ্বালতে চেয়েছিলাম... পেরেছি শুধু আলোর ছবিটা আঁকতে। ~পাগলা

নিজের সঙ্গে

এতদিনে এটাই উপলব্ধি করেছি; একজনের সঙ্গেই সম্পূর্ণ , পুঙ্খানুপুঙ্খ, অরাজনৈতিক সম্পর্কে বিলীন হতে পারি: নিজের সঙ্গে। ~পাগলা

মিডিয়া ও মানুষ

মানুষ আজকাল নিজের বাড়িতে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, জেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বার-বার ফোন চেক করার প্রবণতার সাথে সাথে আজকের স্ট্যাটাসটা কি হবে, কজন লাভ রিয়্যাক্ট দেবে সেই চিন্তা আমাদের গ্রাস করে। এখানে আমাদের কথাটা ব্যবহার করলাম কারণ এখন ৯০% লোকের কাছে হয়তো স্মার্টফোন আছে এবং তাদের মধ্যে কিছু লোক এইটা পড়ছেনও। আজকে আমাদের পপুলারিটি তথা ভ্যালু বিচার হয় কার কটা লাইক পড়ছে দেখে, এখন আবার লাভ রিয়াক্ট বেরিয়েছে...ব্যাপারটা অনেকটা ভোট দেওয়ার মত, ৫০০০ গরু পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর ৪০০০ জন উন্নতি পার্টি কে, তাই গরু পার্টি চ্যাম্পিয়ন। আসলে এইটা লোকে ভুলে গেছে গরু পার্টি কে গরু রাই ভোট দেয়(হ্যাঁ, আর গাধাও), আর আমাদের মানুষের সভ্য সমাজ বানাতে হবে, গরুদের নয়। আমাদের কিন্তু একটা জিনিস খুবই সহজ হয়েছে, সময় কাটানো, বা যাকে বাঙালিরা বলে time-pass। কিন্তু সেই time-pass করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হাতছাড়া করছি; যেরম নিজের সঙ্গে সময় কাটানো, আমরা ভুলে গেছি নিজেকে: মানে নিজের ভেতর টাকে, নিজেকে ভালবাসতে, নিজেকে চিনতে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে সত্যিকারের সেটা ভাবতে, বা হয়ত

এই সমাজ...

হটাৎ করে মানুষ যখন চোখের সামনে অন্ধকার দেখে তখন কিছু করার থাকেনা, মানুষ অনেক রকম পথ বেছে নেয়, হয়তো নিজেকে জীবন বিমুখ করে তোলে বা হয়তো ভাবে জীবন টাকেই শেষ করে দেবে। কিন্তু আদতে জীবনকে কোনোদিনও ওরম করে শেষ করা যায়না, জীবনকে জয় করতে হয়।  আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কারোর এরম কোনো পরিস্থিতি এলে তাদের পাশে দাঁড়াইনা, এমনকি নিজেরও ওরম কিছু হলে সত্যিকারে নিজের জন্যও দাঁড়াতে পারিনা। কেন? আমরা কি দাঁড়াতে ভুলে গেছি? শিরদাঁড়া সোজা করতে ভুলে গেছি? হয়তো তাইই। কারণ আমাদের এই সমাজ আমাদের একটা স্টুপিড, স্পাইনলেস জন্তু (বা জড়পদার্থ ও বলতে পারেন) করে তুলতে চাইছে। এই সমাজ এমন একটা সমাজ যেখানে চিকিৎসার নামে লাখ-লাখ টাকা নেওয়া হয়, যেখানে শিল্পের কদর নেই, যেখানে সিনেমার নামে সার্কাস দেখানো হয়, যেখানে শুধু একটু পয়সা ইনকাম করতে পারলেই লোকে ভাবে অনেক কিছু করে ফেলেছি, যেখানে এখনো লোকের পদবি-জাতি দেখে লোকের বিচার করা হয়, যেখানে মানুষের মূল্য মানুষই বোঝেনা, যেখানে মানসিক স্বাস্থ্য একটা অবাস্তব বস্তু হিসেবে দেখা হয়, যেখানে মানুষ এখনো মনে করে শিক্ষার থেকে মন্দির-মসজিদ জরুরি, যেখানে এক মা তার ছেলে কে বলে 

মৃত্যু মুক্তি দেয়না

মৃত্যু মুক্তি দেয়না জীবন মুক্তি দেয়, পঙ্গু-নুলো-ল্যাংড়া-কানা-হাবা জীবন... পূর্ণ জীবন মুক্তি দেয়। ~পাগলা

নোংরা জীবন

স্বপ্ন দেখা দুঃস্বপ্ন এখন চারিদিকে মৃত্যু অসংখ্য অমাবস্যা রাতের পর রাত তবুও জেতার জন্যে নিয়ম ভাঙা অজুহাত। জীবনটাকে রণক্ষেত্র বানিয়েছই তোমরা ফেলেছো পথের মধ্যে কাঁটা ঠোঁটে চুমু নয়, রক্ত লেগে থাকে এখন দেশ হয়েছে কসাইখানা আর মানুষ: পাঁঠা! ধর্ম এখন কর্ম, শুড়শুড়ি সারা শরীরে আত্মা বলে কিছু নেই এখন, পুরোটাই সারা শরীরে। ~পাগলা

কীট-পতঙ্গের উল্লাস

চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8