Posts

Showing posts with the label SS

For the last time

For the last time, Just for the last time I wanted to hold my breath; Just for the last time I wanted to feel my wounds burn; Just for the last time the day was dark... I knew, I knew it was the end. The trees shed blood The lovers cheated each other People had their hearts pumping but they weren't alive; For they were just running carcasses... to ruin the world's light. There was no path to life again But only people could try... Try to build the monuments again with a little bit of honest cry. Yes, it was possible for us To again to get up and fight Maybe we had won the battle for I didn't know... As I wanted to hold my breath for the last time. ~SS

All Because of ME

Once I knew a man, who was wounded in Love Once I knew a star who was burnt in light Once I knew a sea who drowned in water... Once... Once I met the sky who told me "It's a lie". Once a girl had promised me that she'd never let me cry It was soon when I remembered the man Later I remembered the sky Once I fell in Love with a girl who shone like a star who was far far away, who was vast as the sea and miles deep down... No it wasn't soon when I understood that I may see her as a star or perceive as the sea But it's not because of her... But all because of me !    ~SS

মানুষের প্রভু

মানুষ কখনো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে... মনের কথা দূরস্ত চরণেও হয়না স্থান, কারণ মনুষ্য তো তুচ্ছ কীড়া, মূর্তিই ভগবান । চিন্তা ভাবনা লোপ পেয়েছে মানুষের এখন লোভ পেয়েছে, ঈশ্বর কে স্নেহ না করে মানুষ তাকে ভয় পেয়েছে... সেই লোভে তে, সেই ভয়ে তে উথাল-পাথাল জগৎ, ভর্তুকি তে দান করেছে, কার্য যেথা মহৎ । মানুষ তবে অনেক চালাক,  ঠকানো তাকে যায়না কভু, আবার পাশের মানুষ মেরে বলে, আদেশ করেছেন...স্বয়ং প্রভু ! হ্যাঁ...মানুষ, প্রভুর আদেশ মেনেই চলে, মূর্খরা কখনো বলে অবুঝ, শুধু কোনো প্রভুর বর্ণ কমলা... কোনো প্রভুর সবুজ । প্রগতি যে থমকে আছে তাতে কার কিই বা আসে, মানুষের যে অনেক কাজ, মানুষ এখন ব্যস্ত প্রমান করতে হবে কিনা তার... ...সুধু তার প্রভুর বর্ণই শ্রেষ্ঠ । তাই মানুষ হয়তো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে ।।                          ~ পাগলা

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা

কুকুর হওয়াই ভাল

ভুল করলে শাস্তি হবে ঠিক করলে ভাব, 'না' বললে পড়বে চাঁটি, 'হ্যাঁ' বললে আমের আঁটি। সোজা চললে আর হবেনা, ব্যাঁকা চললে ভাল... মানুষ হলে আর হবেনা, তাই... কুকুর হওয়াই ভাল... ।। ভালবাসলে জুটবে লাথি, পাত্তা দিলে জুতো, আবার লোক দেখিয়ে ভান করলে জুটবে ভূয়ো স্নেহ... তাই তোমাদের দিলাম বাণী, মনে রাখাই ভাল... মানুষ হলে আর হবেনা, তাই ... কুকুর হওয়াই ভাল ... ।।                            ~পাগলা ©sohams8

Promises...

Promises are meant to be kept... for some. For some, it's an insignificant game. Letters are meant to be read alone, for some it meant to expose. Love, like these is meant... just to Love...for the sake of Love... But for some, it's meant to play, this time... a significant game. Rain may stop, rivers may freeze, The air may stop blowing... also the justice, the truth may stop flowing... But as we know, they're never hidden... The Sun, The moon, The Truth... The Time takes the charge... Or must, come the saviour to fight and dig out the truth... To establish... Light in earth ! ...... This is the time, When the Time as well as the Saviour has come, to rescue the mankind...to establish light, To teach how promises are kept. To teach how letters are read, To teach, How to Love !                      ~পাগলা    ©sohams8

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8

ক্ষত

দুঃখ দিয়ে ভাঙবো সব, দুঃখ দিয়েই ভাঙবো সব, কষ্ট গুলো ফিরিয়ে নেব... তোকে শুধু 'হাঁসি' টুকু দেব । না... চোখ দিয়ে আর জল পড়েনা, যখন দেখি তোকে অন্যের ঘরে, দুঃখ যেসব থিতিয়ে গেছে, শুধু... জলের মতন মন টা পড়ে । এখনো সেই বাস্তবের মাঝে- দেখে ফেলি অনেকটা সপ্ন, আবার এখনো সেই স্বপ্নের মাঝে- এক ফোঁটা বাস্তব খুঁজি... দেখি তোকে আমার পাশে, আবার ছুঁতে চাই... ঠিক একটা পাগলের মত। আমার কিছুই ফুরায়নি শুধু সব দুঃখ যত, মনহয়না কিছুই...শুধু জমেছে... ক্ষতর পর ক্ষত... ক্ষতর পর ক্ষত ।।   ~পাগলা ©sohams8.

জন্ম-মৃত্যু

আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8

আভ্যন্তরীণ ভালবাসা

এত কঠিন ভালবেসোনা আমায়, যাতে অভিধান খুলে দেখতে হয়... এত আলো জ্বেলোনা মনে যাতে, অমাবস্যা ভুলতে হয়... এই পৃথিবীর বক্ষ মাঝে, যখন ঘৃনা উঠলো সেজে, মিথ্যে মাখা গরম জলে, যখন লোকে বৃষ্টি ভেজে... ... সবার লাগতো বৃষ্টি ভাল, রক্তে মাখা, বেশ জোড়ালো, যদিও পরন তাদের হালকা হাঁসি, সঙ্গে অহং একটু বাসি, বাইরে থেকে ঝকঝকে যে, হাব-ভাব ঠিক রানির মতন কিন্তু অধোবাস ছিলো শুধুই ঘৃনা, আর সামনে ছিলো মিথ্যে       যতন... নিয়ম ভাঙাই নিয়ম ছিল, ভরসা করা দায় ছিল, নোংরামুখো খেঁকশিয়ালদের, জুড়ি মেলা ভার ছিল... ... তারপর ছিল তোমার দেখা, মুচকি হাঁসি, আলোয় মাখা... যদিও তোমার পরন সবার সরল, কথাটি তোমার বড্ডো বাঁকা... বোঝার মতন নয় সেতো সে, সোনার মত নয়, বটে দেখার মতো হয় সেতো সে, মাখার মত হয় ।। রঙিন চশমা, যুগের হাওয়ায় যখন সবাই মজে, মোহ-গঙ্গায় যখন সবাই রঙিন রঙে সেজে... তোমার নীরস একঘেঁয়েমির জুড়ি মেলা ভার, ধুর...খেয়াল রাখা, পাশে থাকা ভাল লাগতো না আর... চেয়েছিলাম বটে রঙিন চশমা আমিও সে একদিন, পরে দেখলাম সাদা চসমাই বেজায় আভ্যন্তরীণ... তাই তো বলি, বড় কঠিন ভালবাসো তুমি আমায়, ...এত কঠিন ভালবেসোনা আমায়,

বড্ড ভালোবাসি !

ছবিতেই ছিল প্রথম দেখা, আপাতত ওখানেই, প্রথম ঝলকেই আগুনের ছোঁয়া, থমকে গেলাম সেখানেই ।। ভয়-ভয় তেই কথার শুরু, ভয়ভীত সেই পথের চলা, তারপর থেকেই নিয়মিত, এই আমাদের কথা বলা...।। তারপর, ওই... একটু আধটু মনের কথা, হৃদয়ের সব আলাপ খবর, বললাম যত জমিয়ে ছিলাম, খুললাম আমার দুঃখ-গাথা ...।। শুধু আমিই নয়, তুইও বললি কষ্ট-বিলাপ, মন যেন তোর কালো গোলাপ, বিষ পানে সে হয়েছে বিকল, একদিন... ভাঙবো রে তোর মনের শিকল... ।। নিয়ে যাবো সেই দূর পাহাড়ে, নদীর ঘাটে, গঙ্গা পারে, উড়বি রে তুই মহাকাশে, থাকবে না আর রং ফেকাশে ! আমি না....এত্তো আলো ভরবো মনে, জলবি রে তুই সর্বক্ষণই, দুঃখের পাঠ যাইবে চুকে, থৈ-থৈ হবে জীবন সুখে...।। এখনো অনেক কথাই বাকি, দপ-দপ করে মন-জোনাকি... কখনো হাঁসিস, আবার কখনো যাস যে রেগে, বুঝি তো, কষ্ট হয় তোর...চিন্তা নেই, ওসব কিছুই থাকবেনা আর, যখন... ধরবো তোর হাত টা চেপে...! রাজি আমি, তোর গানে সুর মেলাতে, হ্যাঁ তো, আড্ডা মারবো, গিলবো - কূটবো, ল‍্যাধ ও খাবো, আবার ঘুরতেও যাবো ! কিরে !? থাকবি তো তুই, বাঁধবী তো গান আমার সাথে ? সেই আশায় তো বসে থাকি, কারণ, ত