কীট-পতঙ্গের উল্লাস
চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8