Posts

Showing posts from August, 2018

মা গো... (Mother...)

কতই না করি, বিরক্ত তোমায়... কতই না জ্বালাই, দাও যে কত কিছুই না আমাদের তুমি, ভুল করলে আরাম-ধোলাই... তারপর আবার আদর করে, ভালোবেসে...ডাকতে, রাখতে কাছে টেনে... মা গো, লুকিয়ে রাখতে, সব দুঃখ - কষ্ট নিজের, ভোলাতে সব আমাদের আপদার, বুঝতে দিতে না কষ্ট কিসের... ঋণ শোধ করা যায় হয়তো, কিন্তু এতো ভালোবাসা, যায়না করা শোধ, মা গো, আর কিছু পারবোনা যে, শুধু, যতবার নেব জন্ম, ভরবো তোমার গর্ভ... ।।                            ~পাগলা ©sohams8

মন গড়া সপ্ন (In a Dream...)

মন গড়া সপ্ন কথা হতে হতে, যেতাম কোথাও, হারিয়ে যেন, তার মৃয়দঙ্গসুরে... ভরিত, ভাসিত মন...। হ্যাঁ, হতাম বটে, মোহিত.... ছিলাম বটে, প্রেমিহৃদয়সীল, এখনো আছি... কিন্তু তফাৎ একটাই, তার মৃদঙ্গর, সুর... আর বাজে না, আর আসে না আমার কানে, হয়তো ইচ্ছে করেই, সে বাজায়ে না আর... কি জানি, হয়তো শোনাতে চায় না আর... হয়তো ভুলে গেছে, বা হয়তো, মৃত... আমি তার কাছে ! জানি না, কেন ঢেকেছে আমাকে এই অজ্ঞতার ছায়ায়... কেন রেখেছে আমাকে সেই অফুরন্ত মায়ায়... মেখেছে কেন এই অদৃশ্যের কালি, হয়েছে সব, সেগুড়ে বালি ...! কিন্তু আমি তো আশা ছাড়িনি, সকাল - সন্ধ্যা জাই তো, তার সেই মৃদঙ্গসুরের খোঁজে, পাইনা হয়তো, ভেসে আসেনা যে তার সুর.... আর.... কিন্তু আবার পাইও, সুনিও তো, সেই সুরে মোহিত হয়ে ধরি, তারস্বরে হৃদয়ের গান...। রাখি তো রে, তোকে এখনো, বুকের কোনে যত্নে, কিন্তু কেন জানি না লোকে বলে, কিছুই নয় সত্যি, সবই... মন গড়া স্বপ্নে ! মন গড়া স্বপ্নে !                         ...

স্বাধীনতার বেপারে ! (About the freedom; of India)

আজকে নাকি স্বাধীনতার দিবস।?  কি জানি, তাই তো দেখছি, শুনছি। কবে একদিন নাকি, কোনো এক সরকার এর কাছ থেকে আমাদের মাতৃভূমি মুক্তি পায়। মুক্তি ? হাস্যকর। না না,   আসলে ঐটা নয়, আমরাই ঐটা আদায় করে নিয়েছি। যারা জানে, তারা জানে, শুধু মাত্র একটা ছেলের জন্যেই এসব হলো, তার জেদ এর জন্য । একলা একা পথ হেঁটে তার তৈরি করা আজাদ হিন্দ সেনা (Azad Hind Sena), দেশ এ যেই ক্রান্তি ছড়িয়ে ছিল, তার জন্যেই এই সফলতা পেয়েছিলাম আমরা। কিন্তু, ব্রিটিশ সরকারও ছিল চালাক, গেছে তো ভাগ করে দিয়ে গেছে, প্রায় তিনটে মতন।এইটা আমি এখনো মানি না, মানব না! এবং, ওরা, দেশ টা কে এমন কিছু অজ্ঞ প্রাণীর হাতি দিয়ে গেছিলো, যারা cycle ও চালাতে জানে না, দেশ তো দূরের কথা। তখন থেকেই সেই রাজনীতি আর পরিবারতন্ত্র শুরু। আমি জানি, আমাদের নেতা, আমারদের মহান নেতাজি থাকেল দেশের এই হাল হতে দিতেন না। জানি না, উনি বেঁচে থেকেও কেন, ফিরলেন না, এলেন না ওনার ওই স্বপ্নের 'স্বাধীন' ভারত কে দেখতে। কি জানি, হয়তো ইচ্ছে করেই নেপথ্যে ছিলেন। এত কিছু ঘটার পরেও কিন্ত,পারি...আমরা পারি আবার সেই আলো জাগিয়ে আনতে, পাড়ায়-পাড়ায়, ঘরে-ঘরে, মনের মধ্যে ! ওনার অন...

Simultaneity of Love

Image
Relativity....

নিঃসঙ্গতা...

কে থাকে ? থাকে কে ? কে ডাকে ? ডাকে কে ? কেউ কি রাখে ? কেউ কি ভাবে ? আমি তো ভাবি, কিন্ত কেউ কি ভাবে ? -কি জানি ? কিন্তু হ্যাঁ, আমি তো ভাবি, মনের মধ্যে, আমার পাশে, নীল আকাশে, সূর্য-চাঁদে, সে তো হাঁসে..., আরে... সে তো আসে, থাকে তো, বসেও, আবার মনের মধ্যে আঁচড় কেটেও, উড়ে যায়....! আবার কখনো, হাত ধরে, মেঠো পথ ধরে, গোধূলির আলো মেখে, চলে যায়...! আমার সঙ্গে... বাকিদের সঙ্গে ফারাক কিছু নেই, শুধু, ওই, কল্পনা তেই, আমি সীমাবদ্ধ, ওখানেই, আমি স্তব্ধ... হটাৎ দখি, ওসব কোথায়, আমি তো শুয়ে, একলা একা, আর বাকি সব, লাগছে ফাঁকা...! সেই তো, গেল তো সবাইই, রয়ে গেল বলতে একজনই, আমার প্রিয়, নিঃসঙ্গতা.... ।।                                                                ...

ভালো লাগলো বলে !!!! (As I liked it...)

Image
আবার একটা পুরোনো পোস্ট ই share করলাম, .......ওই, ভালো লাগলো বলে! 

অমর রহস্য (Secret of Immortality..)

Image
মোটামুটি দুই সপ্তাহের আগের লেখা, ব্লগে দিলাম আজকেই, যদিও এর আগে ফেবু তে share করেছি ! দেখো !

না ... (No,never !)

Image
বুঝেও_বুঝগুড়ি_কাটে... কদিন আগে লেখা...

ভালোবাসা ! (LOVE !)

Image
কদিন আগে লেখা, ভালোবাসা হয়তো এরম ই হওয়া উচিত, কি মনেহয় ?                              ~~পাগলা .   

বড্ড ভালোবাসি !

ছবিতেই ছিল প্রথম দেখা, আপাতত ওখানেই, প্রথম ঝলকেই আগুনের ছোঁয়া, থমকে গেলাম সেখানেই ।। ভয়-ভয় তেই কথার শুরু, ভয়ভীত সেই পথের চলা, তারপর থেকেই নিয়মিত, এই আমাদের কথা বলা...।। তারপর, ওই... একটু আধটু মনের কথা, হৃদয়ের সব আলাপ খবর, বললাম যত জমিয়ে ছিলাম, খুললাম আমার দুঃখ-গাথা ...।। শুধু আমিই নয়, তুইও বললি কষ্ট-বিলাপ, মন যেন তোর কালো গোলাপ, বিষ পানে সে হয়েছে বিকল, একদিন... ভাঙবো রে তোর মনের শিকল... ।। নিয়ে যাবো সেই দূর পাহাড়ে, নদীর ঘাটে, গঙ্গা পারে, উড়বি রে তুই মহাকাশে, থাকবে না আর রং ফেকাশে ! আমি না....এত্তো আলো ভরবো মনে, জলবি রে তুই সর্বক্ষণই, দুঃখের পাঠ যাইবে চুকে, থৈ-থৈ হবে জীবন সুখে...।। এখনো অনেক কথাই বাকি, দপ-দপ করে মন-জোনাকি... কখনো হাঁসিস, আবার কখনো যাস যে রেগে, বুঝি তো, কষ্ট হয় তোর...চিন্তা নেই, ওসব কিছুই থাকবেনা আর, যখন... ধরবো তোর হাত টা চেপে...! রাজি আমি, তোর গানে সুর মেলাতে, হ্যাঁ তো, আড্ডা মারবো, গিলবো - কূটবো, ল‍্যাধ ও খাবো, আবার ঘুরতেও যাবো ! কিরে !? থাকবি তো তুই, বাঁধবী তো গান আমার সাথে ? সেই আশায় তো বসে থাকি, কারণ, ত...