Posts

Showing posts with the label sft

ধোঁয়া

তুই কি শুকনো গাছ নাকি জলাশয় তুই কি রসালো আম নাকি ঘন কালো পাথর তুই কি কীট নাকি বাজপাখি জানিনা, তুই কি নক্ষত্র  নাকি নাড়ি । তুই কি বিন্দু নাকি আকাশ-গঙ্গা তুই কি আমার  নাকি আমি তোর ? তোর পলক ভেজা জল যেন গঙ্গারও উর্ধে তোর অসীম প্রেম কি আমার জন্য নয় ? আচ্ছা, তুই কি মন্দির ? নাকি নিজেই ঈশ্বর ? ~SS

অপূর্ণতা

তোর মুখের কালো ছোপ গুলো তোর চুলের ফাঁকের সাদা জায়গা গুলো তোর অস্পষ্ট যৌবনতা তোর ছেঁড়া চটিটা...  যেন কিছু বলে আমাকে... তাকায় ওরা আমার দিকে... চোখ ছলছলিয়ে যায় ওদের... কি করুণ ! রৌদ্র গন্ধ মুছে গিয়ে ঘামের গন্ধ টা পরের দিন সেই নোংরা কাপড়ে আতর লাগানোর গন্ধ টা; তোর সেই শীতকালের খরখরে ঠোঁট টা... উপভোগ করি আমি, প্রাণ খুলে যেন কিছু বলে ওরা, আমার কানে কানে... করুণ সুরে ! তোর অপূর্ণতা গুলোই যেন ভাললাগায় তোকে যেন মনেহয় ভরাট করে দিই সব... যেইটা কে সবাই ত্যাজ্য করে মনেহয় যেন জড়িয়ে ধরি সেইটাকে ঠিক যেমন এই শীতের রাতে তুই জড়িয়ে ধরিস তোর কান্না কে ।। ~পাগলা

Colourless

Once I believed everything was true Once I believed that, the water was blue I walked upto the river to see...to see it was grey! I climbed up the glacier to verify...to verify it was white! At last I grabbed enough of it to keep with me, to judge, to analyse, to know...only to know that I was wrong all along; It was colourless! Once I had believed an angel sweet enough to melt my heart Lost beneath the river I was, in the grey water struggling to breathe; I wanted to be saved by the angel maybe... maybe...I recalled the moment but I couldn't All I could see, the mask fell off beneath was a demon; I survived, later to find out that the demon was a monster, just masked to be unnoticed; Though vulnerable I dug, I dug, I dug to find the truth, I dug to pull off the worn masks... All I found was a sad soul, a torn paper, a destroyed bud, a restless God! I couldn't explain to myself, what had I seen, for what I had only learnt to be colourless. Now I fear the wo

Maybe the other day

Maybe the other day I'll fall in love Let me rise today Above... like the Golden Dove Maybe the other day I'll kill a man Let me save one today For the sake of Love Maybe the other day I'll molest a girl Let me Love one now Just One... Let be embrace her, Let me find her more, Let me make her feel Loved, Then let's... Rise in Love together. Maybe the other day I'll touch her body, Let me touch her heart today... Let me touch her heart today!                                       ~SS😊                                          পাগলা             

All Because of ME

Once I knew a man, who was wounded in Love Once I knew a star who was burnt in light Once I knew a sea who drowned in water... Once... Once I met the sky who told me "It's a lie". Once a girl had promised me that she'd never let me cry It was soon when I remembered the man Later I remembered the sky Once I fell in Love with a girl who shone like a star who was far far away, who was vast as the sea and miles deep down... No it wasn't soon when I understood that I may see her as a star or perceive as the sea But it's not because of her... But all because of me !    ~SS

মানুষের প্রভু

মানুষ কখনো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে... মনের কথা দূরস্ত চরণেও হয়না স্থান, কারণ মনুষ্য তো তুচ্ছ কীড়া, মূর্তিই ভগবান । চিন্তা ভাবনা লোপ পেয়েছে মানুষের এখন লোভ পেয়েছে, ঈশ্বর কে স্নেহ না করে মানুষ তাকে ভয় পেয়েছে... সেই লোভে তে, সেই ভয়ে তে উথাল-পাথাল জগৎ, ভর্তুকি তে দান করেছে, কার্য যেথা মহৎ । মানুষ তবে অনেক চালাক,  ঠকানো তাকে যায়না কভু, আবার পাশের মানুষ মেরে বলে, আদেশ করেছেন...স্বয়ং প্রভু ! হ্যাঁ...মানুষ, প্রভুর আদেশ মেনেই চলে, মূর্খরা কখনো বলে অবুঝ, শুধু কোনো প্রভুর বর্ণ কমলা... কোনো প্রভুর সবুজ । প্রগতি যে থমকে আছে তাতে কার কিই বা আসে, মানুষের যে অনেক কাজ, মানুষ এখন ব্যস্ত প্রমান করতে হবে কিনা তার... ...সুধু তার প্রভুর বর্ণই শ্রেষ্ঠ । তাই মানুষ হয়তো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে ।।                          ~ পাগলা

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা

জন্ম-মৃত্যু

আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8