Posts

Showing posts from October, 2018

আজেবাজে চিন্তা ! ...(Stupid Thoughts)

দিব্য দিশায় তাকিয়ে থেকে মনের কাউকে পাইনি, জ্যোৎস্না রাতে হারিয়ে যাবো, নিজেও কখনো চাইনি... মাটির সঙ্গে মিশে গিয়ে, মেঠো গন্ধে ভরেছি, চতুর্দিকে, বক্ষ মাঝে, শুধু ভালোবাসা কে খুঁজেছি ।। আঘাত নয় অনেক পেয়েছি, বিশ্বাস নামক ডানায়, তবুও উঁচুতে উড়তে চাই বললে, কেমন বোকার মতো সোনায়... হ্যাঁ, বোকাই ছিলাম, বোকাই আছি, বোকাই হয়তো থাকবো, বিনা ডানায়, রক্ত মেখে, হয়তো একদিন কাতরে পরে থাকবো...।। তবুও আশা মনে, চাতকের মতো চাইবো, আর কিছু বা নাই পারি, ভালোবাসার গান গাইবো... প্রেমের মত পথ কোথায়, প্রেমিকের মত পথিক কোথায়, স্বার্থ ধুলোয়, অহং ধুলোয়, মিলন যেন মিলিয়ে যাবে, এক হলো সব অনেক গুলোয়... ভালোবাসা তো তারেই বলে, যে আপন করে নগ্ন মনে, নগ্নতাকে... রেখার মতো অসীম সেতো, কণার থেকেও ছোট, জগতের চেয়েও বৃহৎ সেতো, চূড়ান্ত আলোকিত ....।।                                ~পাগলা ©sohams8

আসছে, পুজো আসছে ! (PUJO Is coming !!!)

‌ লাল আকাশে, সবুজ ঘাসে, পুজোর মাসে, আমার পাশে... গঙ্গা পারে, শঙ্খধ্বনি, ওই দেখো যে, নৌকো ছোটে... ডাক পাখি যে, ডাকছে শোনো, পেখম মেলে, ময়ূর যেন, উদজ্জাপনের ভাষায় জ্বালায়, উদ্ভোধনী আলোয় রাঙায়, আর মেঘেরই চতুর্ভুজে, কাশ ফুলেরই গন্ধে মজে, বসে আমি ভোরবেলা তেই... -"হ্যাঁ! তাইতো", তবেই বটে তো বাঙালিয়ানা, বসে থাকি মায়ের আশায়, কখন পড়বে ঢাকে কাঠি, রঙিন হবে এই বাংলার মাটি ।। আর, নাইকো অপেক্ষার সুর, এবার তো বাজবে গান, "জাগো, তুমি জাগো, হে প্রাণ!", -"আহা!" ঐতো, ভেসে আসে মহালয়ার সুর, শোনা যায় দুগ্গা মায়ের, সেই রূপর নুপুর ।। সেই বির গাথা, সেই অশুর বোধ করার কথা, সেই আলোয় - আলোয় ভরে যাওয়ার গল্প, সেই নিভৃত প্রাণ হয়ে যাওয়ার সংকল্প ।। মা গো , ভরে দাও এই জগতে আলো, কাটাও অরাজগতা, কাটাও হীনতা, মা !, তুমিইই বির্যবতী, তুমিইই দিবা - যামিনী, আবার তুমিইই, সৰ্বরূপধারিণী, মা তুমিইই, যে আমাদের, মহিশাশুরমর্দিনী !                            ...

কি সেই জিনিস ?

পারতো কি আকাশ - পাতাল এক হতে কখনো ? পারতো কি ধোঁয়া ভরা আকাশে, উড়ে বেড়াতে কেউ ? পারতো কি কাট - ফাটা রোদ্দুরে, ঘাম ঝরিয়ে কাজ করতে তারা ? থাকতে পারতো কি না খেয়ে দেয়ে বসে শুধু তার কথা ভা...