Posts

Showing posts from 2023

কথোপকথন

আমি নিজেকে বলি – ভাল থেকো। বলি ভাল থেকো, ভাল থেকো আমার জানলা, ভাল থেকো পাহাড়, ভাল থেকো ছোট্ট নদী, নদীর ধারের সরু রাস্তা ভাল থেকো কুকুরেরা, ভাল থেকো আমার মন, আমার স্বপ্নের মাঝে দেখা স্বপ্ন গুলো, ভাল থেকো পেটের ব্যাথা- ভাল থেকো আমার ঘাম তুমিও ভাল থেকো, চোখ বোঝা কালো অন্ধকার – তুমিও, ভাল থেকো আমার চোখের জল – ভয় পেওনা আমি, সবাই ছেড়ে চলে গেছে তাই আর ছেড়ে যাওয়ার কেউ নেই আর, তাই ভাল থেকো। আমার মা, ভাল থেকো।   আমার নিস্তব্ধতা, ভাল থেকো। আর হ্যাঁ, তুমিও ভাল ভাল থেকো।   ~ সোহম ২৩ নভেম্বার ‘২৩ ব্রাতিস্লাভা 

খুব ঘামছি আজকাল

  শীতকালেও বড় ঘামি আমি তুমি – আমাকে তোমার সাথে কথা বলতে বোলোনা এখন, আমি নিজের কাছেও বোবা হয়ে বসে আছি, শুধু বিষণ্ণ মেঘের কালো বৃষ্টিতে ভিজে চলেছি। সত্যি বলতে ভাল নেই আমি, পাশের বাড়ির ফর্সা ঠাকুমা সিগারেট ধরিয়েই চলেছে আমি ভাবতাম শুধু ব্যাটাছেলেরাই বিষাক্ততা গিলতে ভালবাসে, এই সমাজে যে গণমৃত্যুর উৎসব চলছে তাতে সবাই নাম লিখিয়েছে, আমি ছাড়া   তুমি কি শুনেছো, ভারত চাঁদে গেছে আর গরীবগুলোকে ফেলে গেছে পৃথিবীর বুকে, ফিরে এসে এদের ফসিল নিয়ে ভালই ব্যাবসা করা যাবে বলে শুনছি হিন্দি খবরের  চ্যানেলে, তাই হয়তো বড় ঘামছি এখন আমি, কে জানে – এই কবিতাটা শেষ করতে করতেই আমি না পুরো জলই হয়ে যাই… ~ সোহম ০৩ সেপ্টেম্বর ২০২৩ ব্রাতিস্লাভা

বয়ে যায়

আমার তলপেটে অনেক হিজি বিজি কেটে রেখে দিয়েছে কেউ – মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলেও, চুপ – করে বসে থাকতে হবে এখন, সবই বয়ে যাবে মেঘের মতন, তুমি চিন্তা কোরো না, আমিও ভাবছিনা আর শুধু বুঝতে পারছি একটা ঝড় বয়ে যাচ্ছে   তোমার আমার রোগ গুলো কোনও রোগই না, ওগুলো ভালবাসার, ভালবেসে ফেলার নক্ষত্র – আসল রোগ আমি দেখেছি – ভালবাসতে না পারা আসল রোগ।   আমি জানি তোমারও রক্তস্নাত অবস্থা, বয়ে যেতে দাও – আমাদের রক্ত গড়িয়ে গড়িয়ে গিয়ে মিশবে সেই মহাসাগরে – যেখানে মিশেছে প্রত্যেকটা বিদ্রোহীর রক্ত; যেতে দাও বয়ে, দিন শেষে এসে শুয়ে পরবে আমার বুকের শান্ত গভীরতায়। ~ সোহম    ব্রাতিস্লাভা,   ২৮এ আগস্ট ২০২৩

অট্টহাস্য

বিভিন্ন মানুষ কত কথা বলে যায় স্বভাবে 'তুমি তুমি' করেই মরি আমি তাও কেন  রক্ত মাংসের মানুষ বলে সবাই তবুও  মাথার ভেতরের দেয়াল ভেঙে উড়ে যেতে চায় সে আকাশে, রঙ তুলি ঘাসের মতন -  টানলে ছিঁড়ে চলে আসবে আমার চুল নির্ভুল - বানান ঠিক আছে তবুও নেই ঠিক  সেই প্রাচীন দেশের সেই অকথ্য সুখ। আমাকে দিতে দাও ঝাঁপ ছাদ থেকে,  মরবোনা - উড়ে যাবো কোথাও একটা  আমার মধ্যে বাসা বেঁধেছে সে, সস্তা কবিতা লেখাচ্ছে শালা আমাকে দিয়ে, কালো কালিও ফুরিয়ে যাচ্ছেনা, কি যে করি বলো - বরং একটু কাঁদো তুমি বসে বসে -  আর অট্টহাস্যে মেতে যাই আমি।  কিম্ভূতকিমাকার  ~ সোহম  জুলাই ২৪, ২০২৩   হাওড়া।