Posts

Showing posts from May, 2020

যবে...

ঘুম আসেনা আমার চোখ জলজল... তাকিয়ে থাকি নির্বাক আকাশের দিকে প্রতিশোধের খোঁজে। নক্ষত্র জ্বলে প্রতিশোধে পোড়ে সত্যের আগুনে দিশা দেখায় ক্রান্তিকারীদের শীত গ্রীষ্ম ফাগুনে। আমারও স্থান হবে ওই কাননে বিদ্রোহীদের গগনে যবে মুক্ত করবো খণ্ডযুদ্ধে চিত্ত থাকবেনা আর বাঁধনে।                           ~পাগলা

To the old lady

To the old lady Waiting for me to die... To the old lady Waiting for me to cry... You burnt me awake yesterday night And still you desire more To kill me again. Don't you remember the corpse ? Don't you remember the tears and the blood ? Don't you remember you playing the symphony, when you should mourn ? Did you really feel my death ? Did you really feel to kill ? How, is something so blissful to you, when it runs down the chill ? To the old lady Waiting for me to die... To the old lady Waiting for me to cry... To the old lady, Do you want to kill me again ? ~SS

মিথ্যের সূর্যোদয়

চিত্ত মাঝে রক্ত ঝর্ণা বয়ে চলে আমার নীরবে অশ্রু নদী বয়ে চলে সদায় আমার তীক্ষ্ণ সত্যের আলোয় ঝলসে গেছে সর্বত্র, পরে আছে শুধু মিথ্যের সূর্যোদয়। পাশের কোলবালিশ ভরে গেছে নালিশে নোংরা হয়েছে বিছানা... এই তীব্র ঘৃণার মাঝে শুধু মনেহয় মৃত্যুই আমার ঠিকানা ।। সবকিছুর যোগ্যতা হারিয়েছি আমি শুধু অশ্রুবর্ষার ছাড়া আমার তারার প্রাণ কেড়েছে  সেই মিথ্যের সূর্যোদয় ।। ~পাগলা

That day...

The thoughts kept on dancing in my head  The wounds weren't dry The devil kept on pushing me to hell My tear glands were full, yet I couldn't cry The girl was sitting beside the table She was kissing a snake Yet I saw helpless in that starry night... and degraded into a termite I was mortal Yet I had seen hell I was yet to see the heaven All I thought it was in my baby's lap. I wanted God to save me But maybe she didn't wanted me to live All God's love had ran out Only remained was painful wrath I was seconds away from hell, It was the devil who was dragging me in Suddenly arrived the God for the last time... and I asked for my Love to be mine, And she said... "You can't get the one For you are Truth's slave... and that's your horrendous crime." -SS