Posts

Showing posts from December, 2018

আলাদা (Different)

হিংসার পারদ আকাশ ছুঁয়েছে, 'আমাদের' গুলো 'আমার' হয়েছে, আলোকিত সত্য, কালকিত হয়েছে, ঘৃণার ধুলোয় চশমার কাঁচ ঢেকে গিয়েছে... ...রোদ... কালও ওঠেনি, আজও উঠবেনা...! উঠবে তো প্রশ্ন, অযোধ্যায়,আলি...

ভালোই আছি...

শুরু করেছিলাম পথ হাঁটা, অসীম ছোঁয়ার ইচ্ছে নিয়ে, নেশাগ্রস্থ প্রাণীর মত, বাস্তবতা চুলোয় দিয়ে... মনে মনে তো কথা বলি, তার সুরে তে এখনো বাঁচি, শুধু... তির টা গেছে বুকটা চিরে, নাহলে, এম...