Posts

Showing posts from September, 2018

সৎ এর কথা ! (Tale of a veracious guy)

কথা না রাখা মনেহয় সহজ, তাই বোধয় পারিনি, পারেনি না রাখতে কথা টা, পারিনি মাখতে - মাখাতে ধুলো, খুচরো পয়সার জন্য বিকিয়ে দিইনি নিজেকে, পেরেছি রাখতে ধরে... লোভে, হয়তো সেই মুক্ত মালার ।। আচ্ছা, কিছু প্রশ্ন ছিল, ..."প্রেমিক হওয়া বোধয় সহজ, সৎ প্রেমিক হওয়া কি ?" ..."ধুলো মাখানো বোধয় সহজ, নিষ্পাপ থাকা কি ?" ..."মদ খাওয়া বোধয় সহজ, সব জেনেও বিষ পান করা কি ?" মুছে যাবে যত চাওয়া - পাওয়া, সীমান্ত পেরোনো সেই প্রেমের টানে, তবুও তুই বুঝবি কি, ফিরে আসবি কি এই গানে ? সেই চোখ ভেজা যত রাত, সেই কথা না বলার যত অজুহাত, সেই তোর আমি, তুই আমার খোঁজ নেওয়া, সেই কিছু না চেয়ে, শুধু একটু - একটু করে দেওয়া... আছি আমি, আসবো ফিরে আবার !                      ~পাগলা ©sohams8

দূর, বহু দূর ! (Far away....)

আমি কি তোর হতে চেয়েছি ? না চেয়েছি যে তুই আমার হোস ? চেয়েছি কি, তুই হত্তে দিয়ে পরে থাক আমার জন্য ? বা চেয়েছি কি, একটু আলতু করে আদর করে বল আমাকে, "খেয়েছিস?" চেয়েছি কি তোর স্পর্শ ? চেয়েছি কি তোর আলতু আদর ? চেয়েছি কি তোর ঠোঁটের ছোঁয়া ? না চাইনি, চেয়েছি বটে শুধু তোর ভালো, চেয়েছি বটে শুধু আলো... তোর জন্য, চেয়েছি, তুই যেখানেই থাক, যার কাছেই থাক, ভালো থাক, সুখে থাক।। হয়তো... চেয়েছিলাম মেঘ, পেলাম আকাশ, হয়তো চেয়েছিলাম পুকুর, পেলাম সাগর, চেয়েছিলাম হয়তো ভেলা, পেলাম বটে নৌকো, ভেসে যাওয়া জন্যে... দূর, তোর থেকে, হয়তো যাবো একদিন চলে, দূর, বহু দূর !                                            ~পাগলা ©sohams8

হয়তো অন্য কিছুই (May be anything else...)

জানি না কি ভাবে দেখিস... আমাকে তুই, জানি না কি চাস, বলিস তো ইচ্ছে নেই প্রেমের, জানি না কেন আঁতকে উঠি মাঝে - মাঝে, কথার ফাঁকে ! হয়তো, বুঝি যে তুই, লোকাচ্ছিস কিছু, দিচ্ছিস কিছু... ফাঁকি, তুই নাই থাকতে পারিস, কিন্তু আমি সবসময়ই রাজি, রাজি... তোকে হিসেব দিতে, রাজি... তোকে সময় দিতে, রাজি... তোকে জীবন দিতে ।। আছে তো তোর, প্রিয় - বন্ধু, ঐটা কেড়ে নিতে চাইনা, প্রেমিক, ঐটাও হতে চাইনা, জীবন, ঐটাও হতে পারবোনা, হয়তো, কি জানি, হয়তো অন্য কিছু, হয়েই থাকবো আমি, আসলে, নইতো রে অন্তর্যামী, তাই সবই তো আর বলতে পারিনা, কিন্তু হ্যাঁ, দেখিস,  থাকবো, পাশে, সুখে - দুঃখে, থাকবো, রাগে - অভিমানে, থাকবো, শরীরে - খারাপে, হ্যাঁ, এত থেকেও হয়তো, প্রেমিক হতে পারবোনা, হবো হয়তো... কিন্তু সেই , অন্য কিছু... অন্য কিছুই ।।                                              ~প...