Posts

Showing posts from August, 2021

কিছু কথা

আজ তোমাকে কিছু কথা বলতে চাই দাঁড়িয়ে সেই নির্জন দ্বীপের পারে যাতে লজ্জায় দিতে পারি ডুব ওই গভীর অসীম সাগর মাঝে। "আজ আমার আর জোর নেই হেরে গিয়েছি তোমার কাছে জানো আমার কান্না পেয়েছে অনেক কাঁদবে কি তুমি আমার সাথে?" ~পাগলা @sohams8

খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে  আটকে থেকে যায় কবিতাগুলো বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা,  পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে  তাই জরুরি তোমার আমার নগ্নতা, আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি, জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা জরুরি বিচারহীন নীরবতা, জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি। ~পাগলা