Posts

Showing posts from April, 2021

নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু। শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে দিবাকালেও ঘোর অন্ধকার  জিভটাও কেটে নিয়েছে ওরা পাছে করে ফেলি তারস্বরে চিৎকার? আবার কি আসবে ভোর? মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে? আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে? আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো? ~পাগলা @sohams8 ০৯.০৪.২১