Posts

Showing posts from July, 2020

কীট-পতঙ্গের উল্লাস

চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8

সেইদিন নিতে আসব তোমাকে...

একদিন এই ছলনা খেলা বন্ধ করবে সবাই সারাক্ষন আমি আর হাসবনা মেয়েটা খেলবেনা আর বোকা ছেলেটার মন নিয়ে ক্ষুন্ন স্বামী-স্ত্রীরা প্রেমীদের কাছে ফিরে যাবে লাশ গুলো আর লুকিয়ে পাচার হবেনা দু দেশের মধ্যে জমি নিয়ে খুনোখুনি হবেনা হিন্দুরা মসজিদে গিয়ে নামাজ পড়বে মুসুলমানে মাজবে মন্দিরের বাসন  হিজড়েরা পাড়ায় দাঁড়িয়ে গান করবে ছেলে-মেয়েরা প্রকাশ্যে চুম্বন করবে বাচ্ছা মেয়েরা আর ধর্ষিত হবেনা সেইদিন মানুষের টাকা মানুষই ফিরে পাবে আমিও ফিরে পাব আমাকে, রাশিফল দেখে আর বিয়ে হবেনা সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। মিথ্যে খেলা বন্ধ হবে,  তবুও আগুন জ্বলবে তারা তে, সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। ~পাগলা  ০১.০৭.২০