Posts

Showing posts from April, 2020

Do you know me ?

Have I told you lately... That you smell like my mama ? Is that what you were hiding inside you... The Universe ? Your voice seems like the nocturnes of Chopin; Your smile melts my heart's bushfire down to ashes... Why do I feel you so familiar ? As if I've seen you in my childhood ? Or maybe in somewhere in the dreams ? It seems you know me like your palm... where I'm completely naïve. Do you know, how you know me ? ~SS 25.04.20

I don't care...

I don't care if I die... I don't care if I die... I only care about the wind I only care about the sunshine I only care about the birds chirping I only care about the moon I don't care if I die... I wonder if I could love the sun, a bit more than I do; I wonder if the birds do care for me Is it a dream... that I've lost myself in the lap of nature ? Or have I lost myself within myself... and forgot that I'm lifeless now? ~SS Pagla

সঙ্গীত মানে কি বুঝি...

Music মানে সুর। হ্যাঁ, সঙ্গীত হচ্ছে সুর; বাকিটা কবিতা। আমার কাছে সঙ্গীত মানে আওয়াজ, হ্যাঁ আওয়াজ কিছু...তার মধ্যে কিছু ভাল লাগে, হ্যাঁ লাগে...জানিনা কেন, কিছু ঐশ্বরিক লাগে, লাগে...জানিনা কেন, শুধু লাগে। আমার মনেহয় যে ভাল সঙ্গীত মনের বিকাশ ঘটায়, আবার ভাল সঙ্গীত কাকে বলে আমি হয়তো সেটাই বলতে পারবনা, হয়তো বলে দেবো যে যে সঙ্গীত মনের বিকাশ ঘটায় সেটি ভাল সঙ্গীত। হ্যাঁ, এর কোনো সঠিক বর্ননা দিতে আমি পারবনা, ঠিক যেমনটা সঙ্গীতে হয়, মনুষ্যের ভাষা দিয়ে সেটিকে প্রকাশ  করা যায়না, শুধু আমাদের ইন্দ্রিয় দিয়ে উপভোগ করা যায়, হ্যাঁ আমি ওই উপভোগ টুকুই করতে পারি, আর কিছু নয়। তবে কিন্তু পাখিরা পারে সঙ্গীতের ব্যাখ্যা দিতে, তাদের সেই ক্ষমতা আছে...আমাদের নেই, আমরা শুধু বোকার মত শুনতেই এসেছি, বোকা ছাড়া বা কিই আমরা, অন্তত আমি...আমি জানিনা। এই বোকামির মধ্যে, মাঝে মধ্যে কেউ জন্মেছেন যারা সঙ্গীত করেছেন: মোজার্ট, বাখ, ভিভালডি, শোপেন, বিথোভেন ইত্যাদি। আমাদের দেশেও তানসেনের এর মত অনেকে আছেন যারা সঙ্গীত করেছেন। এনারা হয়তো কি করে করেন আমি জানিনা, তবে করেন। হয়তো এনারা পাখির আরেক রূপ, যারা ওদের মতই আমাদের কে তাদের সুরে ভ...

তোমার সেই কথা গুলো...

তোমার হাঁসিটা এখনো মনে আছে তোমার দুঃখ এখনো মনে ভাসে তোমার পদবীবদল হয়েছে জানি তোমার ঠোঁটে আজ আমার ঠোঁট নেই... তবুও আজ তোমার কথা গুলো মানি। তোমার অজানা কথা আজও নতুন করে জানি তোমার মনের আঁকশি তে আজ অন্য মাছ ফেঁসেছে তবুও আমার বুকের এখনো সেই... আঁকশি-ক্ষত বোঝেনি...আমি জানি, তবুও আজ তোমার কথা গুলো মানি। আজ তোমার শরীরে আমার গন্ধ নেই তবুও আমার মনে তোমার ছবি আছে, রক্ত দিয়ে এঁকেছিলাম আমি... তাই এখনো মোছেনি, তোমায় ভালবাসার সাধ এখনো মেটেনি অন্য কাউকে জানার এখনো সময় হয়ে ওঠেনি... আমি জানি... তাই তবুও, আজ তোমার সেই কথা গুলো মানি ।। ~পাগলা

একটু আলাদা গল্প

আজকের গল্পটা আপন করে নেয়ার আজকের কবিতাটা আরো কাছে আসার... যত তীব্র অশান্তি ছিল কেটে যাবে নিমেষে, মনের লুকোনো দিক গুলো অবহেলায় কাটবে না অবশেষে... যদি হয় আজকের গল্প টা আপন করে নেয়ার যদি হয় আজকের কবিতা টা আরো কাছে আসার। ছন্দ কেটে যাবে সময়-সময়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে আবার হয়তো লাগে অক্লান্ত পরিশ্রমেও মিলবেনা ফল তবুও আরেকবার চেষ্টা করতে ক্ষতি কোথায় ? ~পাগলা