Posts

Showing posts from January, 2020

ধোঁয়া

তুই কি শুকনো গাছ নাকি জলাশয় তুই কি রসালো আম নাকি ঘন কালো পাথর তুই কি কীট নাকি বাজপাখি জানিনা, তুই কি নক্ষত্র  নাকি নাড়ি । তুই কি বিন্দু নাকি আকাশ-গঙ্গা তুই কি আমার  নাকি আমি তোর ? তোর পলক ভেজা জল যেন গঙ্গারও উর্ধে তোর অসীম প্রেম কি আমার জন্য নয় ? আচ্ছা, তুই কি মন্দির ? নাকি নিজেই ঈশ্বর ? ~SS

অপূর্ণতা

তোর মুখের কালো ছোপ গুলো তোর চুলের ফাঁকের সাদা জায়গা গুলো তোর অস্পষ্ট যৌবনতা তোর ছেঁড়া চটিটা...  যেন কিছু বলে আমাকে... তাকায় ওরা আমার দিকে... চোখ ছলছলিয়ে যায় ওদের... কি করুণ ! রৌদ্র গন্ধ মুছে গিয়ে ঘামের গন্ধ টা পরের দিন সেই নোংরা কাপড়ে আতর লাগানোর গন্ধ টা; তোর সেই শীতকালের খরখরে ঠোঁট টা... উপভোগ করি আমি, প্রাণ খুলে যেন কিছু বলে ওরা, আমার কানে কানে... করুণ সুরে ! তোর অপূর্ণতা গুলোই যেন ভাললাগায় তোকে যেন মনেহয় ভরাট করে দিই সব... যেইটা কে সবাই ত্যাজ্য করে মনেহয় যেন জড়িয়ে ধরি সেইটাকে ঠিক যেমন এই শীতের রাতে তুই জড়িয়ে ধরিস তোর কান্না কে ।। ~পাগলা