Posts

Showing posts from August, 2019

মানুষের প্রভু

মানুষ কখনো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে... মনের কথা দূরস্ত চরণেও হয়না স্থান, কারণ মনুষ্য তো তুচ্ছ কীড়া, মূর্তিই ভগবান । চিন্তা ভাবনা লোপ পেয়েছে মানুষের এখন লোভ পেয়েছে, ঈশ্বর কে স্নেহ না করে মানুষ তাকে ভয় পেয়েছে... সেই লোভে তে, সেই ভয়ে তে উথাল-পাথাল জগৎ, ভর্তুকি তে দান করেছে, কার্য যেথা মহৎ । মানুষ তবে অনেক চালাক,  ঠকানো তাকে যায়না কভু, আবার পাশের মানুষ মেরে বলে, আদেশ করেছেন...স্বয়ং প্রভু ! হ্যাঁ...মানুষ, প্রভুর আদেশ মেনেই চলে, মূর্খরা কখনো বলে অবুঝ, শুধু কোনো প্রভুর বর্ণ কমলা... কোনো প্রভুর সবুজ । প্রগতি যে থমকে আছে তাতে কার কিই বা আসে, মানুষের যে অনেক কাজ, মানুষ এখন ব্যস্ত প্রমান করতে হবে কিনা তার... ...সুধু তার প্রভুর বর্ণই শ্রেষ্ঠ । তাই মানুষ হয়তো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে ।।                          ~ পাগলা

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা