Posts

Showing posts from May, 2019

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8

ক্ষত

দুঃখ দিয়ে ভাঙবো সব, দুঃখ দিয়েই ভাঙবো সব, কষ্ট গুলো ফিরিয়ে নেব... তোকে শুধু 'হাঁসি' টুকু দেব । না... চোখ দিয়ে আর জল পড়েনা, যখন দেখি তোকে অন্যের ঘরে, দুঃখ যেসব থিতিয়ে গেছে, শুধু... জলের মতন মন টা পড়ে । এখনো সেই বাস্তবের মাঝে- দেখে ফেলি অনেকটা সপ্ন, আবার এখনো সেই স্বপ্নের মাঝে- এক ফোঁটা বাস্তব খুঁজি... দেখি তোকে আমার পাশে, আবার ছুঁতে চাই... ঠিক একটা পাগলের মত। আমার কিছুই ফুরায়নি শুধু সব দুঃখ যত, মনহয়না কিছুই...শুধু জমেছে... ক্ষতর পর ক্ষত... ক্ষতর পর ক্ষত ।।   ~পাগলা ©sohams8.

The Mirror !

Stupid I was, thinking whom to smile to... Stupid I was, thinking whom to walk up to... Stupid I was, thinking whom to Love to... All, but something was clear to me until I walked upon...The Mirror ! Foolish I was, thinking of correcting others, Foolish I was, thinking what others had thought, Yes...so foolish I was... thinking to take revenge of the injustice to me... Yes...All but something was clear to me until I walked upon...The Mirror !                                               ~পাগলা😊 ©sohams8

জন্ম-মৃত্যু

আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8