Posts

Showing posts from 2024

ভ্যানিশ

যদি আজই উধাও হয়ে যাই, এই ঘরটা খালি হয়ে যাবে। আকাশ - একই থাকবে, নীলচে ভাব কমে আসবেনা। দেহর কোনোটাই কোনো কাজে আসতোনা, তাই উধাও হয়ে গেলেও কেউ টের টুকু পাবেনা।  তবে আমার চিন্তা গুলো একটা বটবৃক্ষের রূপ নিতে পারে -  আমার পাড়ার পেছনের জঙ্গলে, কিংবা পুরুলিয়ায়।  আমার অস্তিত্বে কয়েকজনের উপকার হবে।  বাবা এটাই চেয়েছিল। ~   সোহম      ব্রাতিস্লাভা     ০৬.০৭.২৪