একটা ঝড় উঠুক
আমি চাই একটা ঝড় উঠুক ধুয়ে-মুছে দিক সমস্ত নিয়ম বাঁধন গুলো ভেঙে যাক তৎক্ষণাৎ থেকে যাক যা কিছু অক্ষয়-অবিনাশ... তুলে নিয়ে যাক আদিমের গোঁড়ামি ছুঁড়ে ফেলুক একের পর এক অতিমারী ভাত গুলো উড়ে যাক গরিবের থালায় মানুষ আবার পথ ফিরে পাক, আন্দোলনের ছায়ায়। বাঘ গুলো জাল ফুঁড়ে দিক চিড়িয়াখানার প্রত্যেকটা মানুষ নিজের না লেখা প্রেম-পত্র গুলো লিখে ফেলুক, অস্ত যাক রাজার সূর্য, ফিরে আসুক আবার...প্রজাদের হাতে গড়া সেই টিমটিমে তারা ভরা আকাশ। আবার শান্ত আকাশে কালো মেঘ গুলো জড়ো হোক, চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে সবাই গন্ধ পাক...আগাম ঝড়ের, সব্বাই নেমে আসুক রাস্তায়, সেই ঝড়ের কামনায়, আমি চাই, আমি শুধু চাই একটা ঝড় উঠুক! ~পাগলা ১৪.০৫.২১