Posts

Showing posts from March, 2021

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা