ভয়ের কীর্তন
মানুষ কাছে আসেনা... ভয় পায়, ভয়ের আকাশে ছবি আঁকে বালির সাগরে ডুবতে চায়। মানুষ আয়নায় দেখেনা নগ্ন নিজেকে ভয় পায় গায়ে মিথ্যের খোলস জড়িয়ে থাকে খোলস ছাড়াতে ভয় পায়। মানুষ ডানা মেলতে ভয় পায় কারোর বুকের উষ্ণতা অনুভব করতে ভয় পায়, অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কেননা মানুষ... নিজেকেও বিশ্বাস করতে ভয় পায়। ~পাগলা