Posts

Showing posts from December, 2020

আলোর ছবিটা আঁকতে

মৃত তোমাকে বয়ে বেড়ায়নি আমি দিয়েছিলাম প্রাণ, আলো করে ছিল তুমি আমার পংক্তির মাঝে। তুমি জীবিত আমাকেও মৃত করেছ নিজের কক্ষে, মরা আমিকেও বার বার মেরেছো, কিঞ্চিৎ রেহাই দাওনি। দোষ কি তোমার?: বারবার ফিনিক্স টাকে খুন করা! নাকি আমার?: নুড়ি কে মুক্ত ভাবা! পারতেনা কি তুমি আকাশটাকে জড়িয়ে ধরতে? আকাশটাকে আকাশের মত করে দেখতে? যেরম আমি অন্ধকারে আলো জ্বালতে চেয়েছিলাম... পেরেছি শুধু আলোর ছবিটা আঁকতে। ~পাগলা