Posts

Showing posts from June, 2020

To Pull the Trigger

The matter is to end the suffering Is it worth to pull the trigger ? Will it all end or, I'll again get casted to suffer again ? Is it my body who suffers ? Or is it the mind ? Is this me, who only does or is it life in itself : Meant to suffer ? I don't know. ~SS

মরতে চাই

অনেক জিতেছি তোমার কাছে আজকে আমি হারতে চাই... হারতে চাই কারোর কাছে। অনেক আমি পেয়েছি শরীর, আজকে আমি কারোর বুকের গন্ধ চাই, আজকে আমি কাঁদতে চাই, আজকে আমি মরতে চাই। আমি আজকে ছেলেমানুষ হতে চাই, আজকে আমি খালি গায়ে ঘুমসি পরে ঘুরতে চাই, আজকে আমি কাদা মেখে ডোবায় ডুব দিতে চাই, আজকে আমি হারিয়ে গিয়ে আবার বাড়ি ফিরতে চাই, আমি আজকে আমায় আবার পেতে চাই, আজকে আমি কিচ্ছুনা... আজকে শুধু আমায় চাই। আমি শুধু আষ্টে-পিষ্টে কাউকে জড়িয়ে শুতে চাই কারোর কাছে মায়ের মত নিঃশুল্ক আদর পেতে চাই আজকে আমি কারোর হাতে ক্ষত-বিক্ষত হতে চাই আজকে আমি মরতে চাই, আজকে আমি হারতে চাই। ~পাগলা

আজকে এলাম...

আজকে তুমি ঘর নও আজকে তুমি অপরিচিত আজকে রয়েছে ঝড়ের আভাস আজকে বিনাশ আশঙ্কিত। আজকে দেশে শান্তি নেই আজকে মহামারীর আবির্ভাব আজকে শুরু ঘৃণার দিন মনের ওপর নিম্নচাপ। আজকে দেশে মারামারি আজকে বাতাসে ঘৃণার বিষ আজকে ফুলের মৃত্যুদিন আজকে আমার লগ্নশেষ। আজকে বাঁচার সময় নেই মৃত্যু ডাকে গেলাম, পারলে তুমি কালকে এসো আজকে আমি এলাম। ~পাগলা